আল্লাহ আল্লাহ্ আল্লাহু, লা-ইলাহা ইল্লাহু | মিলাদ শরীফের কাছিদা


 মহান আল্লাহ রাব্বুল আলামীন ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে বিভোর হয়ে বিভিন্ন পীর মাশায়েখ, সুন্নী ওলামায়ে কেরামগণ “আল্লাহ আল্লাহ্ আল্লাহু, লা-ইলাহা ইল্লাহু” এই জিকির মিলাদ শরীফে পাঠ করে থাকেন। যা আজ বিশ্বে বিভিন্ন দেশে আহলে সুন্নাত ওয়াল জামাআত অনুসারীগণ ইসলামী অনুষ্ঠানে জিকির করার মাধ্যমে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের প্রকাশ ঘটান।

যিকিরের সংজ্ঞা:
ذِكْرٌ (যিকর) এর শাব্দিক অর্থ স্মরণ করা, উল্লেখ, বর্ণনা, উপদেশ, খ্যাতি অন্তরে উপস্থিত করা ইত্যাদি। যেমন قواعد الفقه কিতাবে যিকর এর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে- ذِكْرٌ : ضِدُّ النِّسْيَانِ هَوَ بِالْكَسْرِ اِذَا كَانَ بِاللِّسَانِ وَ بِالضَّمِّ مَايَكُوْنُ بِالْجِنَانِ وَ اَيْضًااَلذِّكْرُ التَّلَفُّظُ بِالشِّئْ وَ اِحْضَارُهٝ فِى الذِّ هْنِ بِحَيْثُ لَايَغِيْبُ عَنْهُ وَ يُطْلَقُ عَلَى الصِّيْتِ وَالثَّنَاءِ (قَوَاعِدُ الْفِقْهِ ص : ٢٩٩ لعميم الا حسان رح
[যিকির হল ভুলে যাওয়ার বিপরীত শব্দ। ذكر শব্দটির ذ -এ যের দিয়ে হলে অর্থ হবে মৌখিকভাবে স্মরণ করা। আর ذ এ পেশ দিয়ে ذكر হলে অর্থ হবে, অন্তরে স্মরণ করা। আবার যিকিরটি কোন বিষয় উচ্চারণ করা এবং স্মৃতিতে এমনভাবে উপস্থিত করা যাতে করে আর ভুলে না যায়, এমন ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আবার যিকির শব্দটি সুনাম ও প্রশংসার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। (কাওয়ায়িদুল ফিক্হ পৃষ্ঠা নং ২৯৯)]

আল্লাহ্ আল্লাহ আল্লাহু,
লা-ইলাহা ইল্লাহু (২বার)

১। আপনার নূরে পয়দা হলো, তামাম সংসার
কে আছে আর আপনার মত, এ বিশ্ব মাঝার- নবীজি।

আল্লাহ আল্লাহ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু (২বার)

২। মেরাজেতে গেলে আপনি, বোরাকে সাওয়ার
বিনা পর্দায় লা মকানে মাবুদের দীদার- নবীজি।

আল্লাহ আল্লাহ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু (২বার)

৩। কাউছারের মালিক আপনি, নবীদের ছরদার
রোজ হাশরে পিলাইবেন, হাউজে কাউছার- নবীজি।

আল্লাহ আল্লাহ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু (২বার)

৪। মউতের তুফান আসবে যখন, নবীগো আমরা
দুই নয়নে দেখি যেন, চেহরায়ে আনওয়ার- নবীজি।

আল্লাহ আল্লাহ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু (২বার)

৫। গুনাহগারের গুনাহ ঝরে নবী, দরূদে আপনার
লক্ষ কোটি সালাম জানাই– কদমে আপনার- নবীজি।

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু (২বার)

৬। জাতি নূরের জ্যোতি দিয়া আল্লাহ করিলেন সৃজন
আরশ পরে লা মাকানে রাখিলেন গোপন- নবীজি।

আল্লাহ্ আল্লাহ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু (২বার)

৭। মুর্শিদ আমার বাগদাদী বাবা হাদীয়ে জামান
যাহার বয়ান শুনলে পড়ে তাজা হয় ঈমান- নবীজি।

আল্লাহ আল্লাহ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু (২বার)

৮। মা আমেনার কোলে সেই নূর-আসিলেন ধরায়
খানা কাবা সিজদায় পড়ে ভূমিতে লুটায়- নবীজি।

আল্লাহ্ আল্লাহ আল্লাহু
লা-ইলাহা ইল্লাহু (২বার)

৯। নূরের নবী প্রেমের ছবি আসলেন এই ধরায়
আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই- নবীজি।

আল্লাহ্ আল্লাহ আল্লাহু,
লা-ইলাহা ইল্লাহু (২বার)

১০। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান
মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চান- নবীজি।

ইসলামী গবেষণা বিভাগ
বাগদাদী ফাউন্ডেশন, কুমিল্লা- ৩৫০০, বাংলাদেশ।

Post a Comment

0 Comments