বন্ধুর প্রেমও জ্বালায়...
অঙ্গ জলে, জালা কি দিয়া নিভাই...
আমায় জালায়, জালায় অঙ্গ জলে রে...জালায় জালায় অঙ্গ জলে...জ্বালা সই কেমনে.....
বন্ধুর প্রেমও জ্বালায়...অঙ্গ জলে জালা কি দিয়া নিভায়...========(২)========পিরীতি করিয়া সে গেলো চলিয়া...তার সনে দেখা-শোনা নাই....(২)
জানিনা বন্ধুর দয়া মায়া নাই...ও মোর জ্বালা রে....জ্বালা কি দিয়া নিভায়..
বন্ধুর প্রেমও জ্বালায়অঙ্গ জলে, জালা কি দিয়া নিভায়....========(৩)========আমার বন্ধু কি মহিমা জানে.....পরাণ ধরিয়া টানে....দুই নয়নের ভঙ্গিমা দেখায়.....
জানিনা বন্ধুর দয়া মায়া নাই...ও মোর জ্বালা রে....জ্বালা কি দিয়া নিভায়..========(৪)=======পাগল রহমেস কই ভুল হইলে...পলকে উরিয়া নিবে..দেবে না ধরা কোনো কানাই....(২)
দেবে না ধরা কোনো কানাই....
ও মোর জ্বালা রে....জ্বালা কি দিয়া নিভায়..==========(৫)==========বন্ধুর প্রেমও জ্বালায়...অঙ্গ জলে, জালা কি দিয়া নিভায়...
আমায় জালায়, জালায় অঙ্গ জলে রে...জালায় জালায় অঙ্গ জলে...জ্বালা সই কেমনে.....
বন্ধুর প্রেমও জ্বালায়...অঙ্গ জলে, জালা কি দিয়া নিভায়...
0 Comments