প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে বিভোর হয়ে বিভিন্ন পীর মাশায়েখ ও সুন্নী ওলামায়ে কেরামগণ “আল্লাহুম্মা ছাল্লি আলা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ, ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।” এই দরূদ শরীফ দিয়ে মিলাদে মোস্তফা শুরু করেন। আমাদের এই উপমহাদেশে এ পদ্ধতিতে মিলাদ শরীফ এর অনুষ্ঠান পালন করা হয়। যুগ যুগ ধরে এভাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমিকগণ কেউ সপ্তাহিক, কেউ বা মাসিক আবার কেউ বা বছরে এক মিলাদ শরীফের অনুষ্ঠান আয়োজন করে আসছে। আমাদের পেইজের সাথে যুক্ত হতে….
পবিত্র মিলাদ ও কিয়াম শরীফ
বাংলা উচ্চারণ: আউযু বিল্লহি মিনাশ শাইত্বানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাক-দ যা’আকুম রছুলুম্ মিন্ আন্ফুছিকুম, আজিজুন আলাইহি মা আনিত্তুম, হারিছুন আলাইকুম, বিল্ মু’মিনিনা রউফুর রহিম। ওয়া ক্বলাল্লাহু তায়ালা ফি শানি হাবীবিহী ওয়া মাহবুবিহী ওয়া মাশুক্বিহি মুখ্বিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউছাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়্যুহাল্লাজীনা আমানু ছাল্লু আলাইহি ওয়া ছাল্লিমু তাছলিমা।
বাংলা দরূদ শরীফ (সকলে মিলে পড়বে)
আল্লাহুম্মা ছাল্লি আলা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
১। প্রেমাগুনে জ্বলে মরি, ওহে খোদা রাব্বানা
আমি যাহার প্রেমের পাগল, সেতো সোনার মদিনা।
আল্লাহুম্মা ছাল্লি আ’লা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
২। কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে ছাড়িয়া
আপনি বিনে কি লাভ হবে, এই ধরাতে বাঁচিয়া।
আল্লাহুম্মা ছাল্লি আ’লা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
৩। আমরা সবাই অদম পাপী, আপনাকেতো চিনলাম না
সেই কারণে রোজ হাশরে, আমাদেরকে ভুইলেন না।
আল্লাহুম্মা ছাল্লি আলা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
৪। কঠিন হাশরের দিনে, কেউ তো কারো হবে না
উম্মতি উম্মতি বলে কাঁদবেন নবী দিওয়ানা।
আল্লাহুম্মা ছাল্লি আ’লা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
৫। আল্লাহ আল্লাহ জিকির কর, দরূদ পড় সবজনা
রোজ হাশরে তরাইবেন দয়াল নবী মোস্তফা।
আল্লাহুম্মা ছাল্লি আলা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
৬। দিবানিশি মনরে আমার, আর দিওনা যন্ত্রনা
ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা।
আল্লাহুম্মা ছাল্লি আ’লা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
৭। দেহকে কাবা বানাইয়া দিলকে বানাও মদিনা
দিলের আয়নায় দিবেন দেখা, নূর নবী মোস্তফা।
আল্লাহুম্মা ছাল্লি আলা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
৮। আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসুল
যার উপরে পড়েন দরূদ আল্লাহ ও ফেরেস্তাকুল।
আল্লাহুম্মা ছাল্লি আ’লা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
৯। স্বয় খোদা আশেক হয়ে, দোস্তি করলেন যার সাথে
নামে দিলেন নাম মিশাইয়া, দেখনা চেয়ে কালেমাতে।
আল্লাহুম্মা ছাল্লি আ’লা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
১০। পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন
এই ধরাতে তাশরীফ আনলেন, রাহমাতুল্লিল আলামিন।
আল্লাহুম্মা ছাল্লি আ’লা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ।
১১। আল্লাহ আল্লাহ, জিকির কর, দরূদ পড় সবজনা
রোজ হাশরে তরাইবেন দয়াল নবী মোস্তফা।
ইসলামী গবেষণা বিভাগ
বাগদাদী ফাউন্ডেশন, কুমিল্লা- ৩৫০০, বাংলাদেশ।
0 Comments