আছে ক্লাসরুম, আছে চকআছে
টিচারের বক বকআছি
আমি নিজের মনে অন্তরীণ।
আছে বইয়ের ভেতর ভূত,
আছে মোগল আর রাজপুত
ছেড়ে দিন, আমাকে,প্লিজ ছেড়ে দিন।
আছে গভীর দীর্ঘশ্বাস,
আছে শিক্ষার পরিহাস
আছে ফেল, আছে পাস,
বিরক্তি বারোমাস।
ওরা বড় হবে চড়বে গাড়ি,
আর আমি কাটবো ঘাস।
লাল, লাল ...
আছে টিউব আছে ফ্যান,
সবকিছুই যাচ্ছে ত্যান
দম বন্ধ হয়ে আসছে আবার
আছে অনেক জ্ঞানের বই
টুকে টুকে এগুবোই
এখন আর সময় নেই যে ভাবার।
আছে গভীর দীর্ঘশ্বাস,
আছে শিক্ষার পরিহাস
আছে ফেল, আছে পাস
বিরক্তি বারোমাস।
ওরা বড় হবে চড়বে গাড়ি,
আর আমি কাটবো ঘাস।
লাল, লাল ..
0 Comments