Etota Valobashi ---- Recall



যখন নিঝুম রাতে
সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে
ঝিঁঝিঁরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
হুমম...
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
যখন নিঝুম রাতে
সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে
ঝিঁঝিঁরাও ঘুম
আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
হুমম...
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি
এ কি অপরূপ
সুন্দর তার স্বপ্নের
বর্ষা রাতে
আমি ভিজে ভিজে মরি মিছে
মগ্ন প্রভাতে
দেখি ভীষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত
আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি
হুমম...
এতটা ভালবাসি
এতটা ভালবাসি...

Post a Comment

0 Comments